খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনের আগে ফুলবাড়ি থেকে বাজেয়াপ্ত হল একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে শংকর অধিকারী নামে এক দুষ্কৃতীকে। ধৃতের বাড়ি চোপড়ার কাঁচকলি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শংকর অধিকারীকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তি এর আগেও বহুবার একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।