কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃ*ত্যু হল ১ বাইক চালকের

311

শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা, কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সরকার বন্ধনগর সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

সূত্র মারফত জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সরকার বন্ধনগর সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পিছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায়। নাম দিলোয়ার হোসেন, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন।

তাদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে প্রায় এক মাসে পাঁচ বার দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোন একটি ব্যবস্থা গ্রহণ করুক। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।