আবাস যোজনার সার্ভে নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ১, চাঞ্চল্য গিতালদহের কোনামুক্তায়

142

দিনহাটা, ২৬ নভেম্বরঃ আবাস যোজনার সার্ভে নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহের কোনামুক্তা গ্রামে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকজন অল্পবিস্তার আহত হলেও একজনের অবস্থা গুরুতর। তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ব্যক্তির নাম আতিকুল রহমান। খবর পেয়ে গিতালদহ পুলিশ ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সার্ভের কাজ পুনরায় শুরু হয়। সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে,এদিন দুপুরে ব্লক প্রশাসনের তরফ থেকে দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে আবাস যোজনার ঘরের সার্ভে চলছিল। সেই সময় এই সার্ভে নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। পরে তার সংঘর্ষের রূপ নেয়। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর হামলা চালায়। ফলে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। আহত ওই ব্যক্তির নাম আতিকুল রহমান। এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহত ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত বিবরণ শোনেন।

হাসপাতালের বেডে শুয়ে আহত ওই ব্যক্তি বলেন,কোনা মুক্তা গ্রামে আবাস যোজনার ঘরের সার্ভে চলছিল। আমরা যখন সেখানে রওনা দেই সেই সময় আমাদের উপর হামলা চালায়। আমি অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়।