খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, কলকাতাঃ যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও এক প্রাক্তনী। শনিবার গ্রেপ্তার করা হয়েছে জয়দীপ ঘোষ নামের প্রাক্তনীকে। সূত্রের খবর, ঘটনার তদন্তের জন্য পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দিয়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যে ধৃত ছাত্রও ছিলেন।
তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। গেট বন্ধ করে হোস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায়, পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা করে, সেই মামলার গ্রেপ্তার করা হল ওই পড়ুয়াকে। এখনও অবধি যাদবপুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
পুলিশ সূত্রে খবর, ধৃত জয়দীপ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। বর্তমানে থাকে বিক্রমগরের ভাড়া বাড়িতে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৯ আগস্ট রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিল আবাসিকদের একাংশ। তাদের মধ্যে জয়দীপও ছিল। সেই রাতে যখন নগ্ন ও রক্তাক্ত অবস্থায় মৃত পড়ুয়া হস্টেলের নিচে পড়েছিল, তখন জেনারেল বডি মিটিং চলছিল একটি ঘরে।
পুলিশ হস্টেলে ঢুকতে চাইলেও, তাতে বাধা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার জয়দীপকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে এদিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। রাতের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।