প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের সাফোলা ব্রিজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। জানা যায়, এদিন গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।
পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে দোকানে আসার কথা বলে ওই ব্যক্তি বের হয়। তারপরেই ঘটে এই ঘটনা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভর্তি করায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সনৎ অধিকারী তার বাড়ি নাককাঠিগাছ গ্রাম পঞ্চায়েতের কলোনী চামটা এলাকায়।
এদিকে আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য কোচবিহার এমজেএন হাসপাতাল ও মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে তুফানগঞ্জ থানা সূত্রে। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ও ওই এলাকায়।