১১ হাজার ভোল্টের ইলেকট্রিক পোলের নিচে চাপা পড়ে আ*হত ১ পিএইচই কর্মী

48

মালদা, ১৮ মার্চ : জলের পাইপলাইনের কাজ করার সময় ঘটল বিপত্তি। জেসিবি দিয়ে মাটি খুঁড়তেই ধস নেমে উল্টে পড়লো, ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক পোল। আর তাতেই চাপা পড়ে আহত এক পিএইচই কর্মী। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার ব্লকের সাতটারি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় পাইপ লাইনের কাজ মেরামতি করা হচ্ছিল আজ। মাটি খুঁড়ে গর্ত করার সময় হঠাৎই রাস্তার ধারে ধস নেমে উল্টে যায় ইলেকট্রিক পোল। আর তাতেই চাপা পড়ে যায় তরুণ জানা নামে ওই পিএইচই কর্মী। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ ও বিদ্যুৎ কর্মী এবং পিএইচই আধিকারিকরা। পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে তারা। তবে এই ঘটনার পর প্রায় কয়েক ঘন্টার জন্য সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।