খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর, মুম্বই: বাইক চালককে বাঁচাতে গিয়ে উলটে গেল যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত আরও অন্তত ৩০। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্ডিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল ওই সরকারি বাস। দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ বাসটির সামনে চলে আসে একটি বাইক।
বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। যার জেরে হাইওয়ের উপর উল্টে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ক্রেন দিয়ে বাসটি সোজা করার চেষ্টা করা হয়। তার মাঝেই বাসে আটকে থাকা যাত্রীদের টেনে বার করা হয়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত বাস চালককে।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। প্রশাসনকে সমস্ত রকম সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ট্যুইট করে জানান, খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।