কোচবিহার, ১৯ জুনঃ সিপিআইএম ছেড়ে তৃনমূল যোগদান করলেন ১০টি পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় সুটকাবাড়ি অঞ্চলের দুধেরকুঠি দেওয়ানবস এলাকায় ওই ১০টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ করেন। এদিন সুটকাবাড়ি অঞ্চলের দুধেরকুঠি দেওয়ানবস এলাকায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ওই ১০টি পরিবার যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে আসা নব্য কর্মীদের দাবি, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের প্রতি আস্তা ও গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত রকমের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে এবং সুটকাবাড়ি অঞ্চলের সুদক্ষ নেতৃত্ব প্রদান করায় আমরা আজ সিপিআই এম ছেড়ে তৃনমূল যোগদান করি বলে জানান তারা।
দলীয় সুত্রে জানা গেছে, কোচবিহার জেলা নেতৃত্বরা সুটকাবাড়ি অঞ্চলে সাংগঠনিক রদবদল করা হয়। সেই রদবদলের কারনে এলাকার বহু মানুষ ও বিভিন্ন দলের নেতা কর্মীরা আমাদের দল তৃনমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন এবং দলে দলে আমাদের দলে যোগদান করতে শুরু করেছে। যেহেতু তৃনমূল কংগ্রেস একটা শান্তি প্রিয় দল, তাই সকলের প্রয়োজনে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় দল এই এলাকায় সাংগঠনিক বদল করেছে। এলাকার উন্নয়ন করা আমাদের দলের একমাত্র লক্ষ্য, তাই আমাদের দলের প্রতি ভরসা রেখে সুটকাবাড়ি অঞ্চলের লোকজন গত লোকসভা ভোটে সাড়ে ১০ হাজারের বেশি ভোট উপহার দিয়েছিল। তারপর থেকে ওই অঞ্চলের বা বিধানসভার মানুষ যেভাবে তৃনমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখছে, তা দেখে মনে হচ্ছে এই আগামী নির্বাচনে সুটকাবাড়ি অঞ্চল থেকে প্রায় ১৪ হাজারের বেশি ভোটে জয় লাভ করতে চলেছে তৃনমূল কংগ্রেস।
এবিষয়ে কোচবিহার জেলা জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, সুটকাবাড়ি অঞ্চলের দুধেরকুঠি দেওয়ানবস এলাকার সিপিআইএমের দীর্ঘদিনের পঞ্চায়েত ছিলেন ছফিউদ্দিন মিয়া। এখন তিনি প্রাক্তন। আজ তিনি তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি ছাড়াও আরও বেশ কিছু পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। কারন এই এলাকায় সম্প্রতি সাংগঠনিক রদবদল করা হয়েছে। সেই কারনে বিরোধী দল গুলো আমাদের দল তৃনমূল কংগ্রেসের প্রতি আস্থা বেড়ে গিয়েছে। তাই এলাকার মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। আজ যারা আমাদের দলে যোগদান করেছেন তাদের স্বাগত জানান হয়। এই এলাকার শান্তি ও উন্নয়ন করতে তৃনমূল কংগ্রেস বদ্ধ পরিকর।
তিনি আরও জানান, এই অঞ্চল দক্ষিন বিধানসভা অঞ্চলের প্রাণ কেন্দ্র। গত লোকসভা ভোটে আমরা এখানে প্রায় সাড়ে ১০ হাজার ভোটে জয়ী হয়েছি। এবার এই ব্যবধান ১৪ হাজার পেড়িয়ে যাবে। এখানকার প্রতিটি মানুষ তৃনমূল কংগ্রেস ও মমতা বন্ধ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল। এই আস্থা ও ভরসা আরও বেশি শক্তিশালী করা বা ঐক্যবদ্ধ হওয়া আমাদের দলের লক্ষ্য। তাই যাদের দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সকলকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করবে বলে বার্তা দেন অভিজিৎ বাবু।
উল্লেখ্য,বুধবার সন্ধ্যায় ওই অঞ্চলে বামফ্রন্ট ছেড়ে ৩০টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছিল। কোচবিহারের সুটকাবাড়িতে ওই যোগদান কর্মসুচিতেও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের ১০টি পরিবার বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এছাড়া কয়েকদিন থেকেই জেলার বিভিন্ন এলাকায় দলবদল হচ্ছে। কোথাও বিজেপি থেকে তৃণমূলে, আবার কোথাও বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করছে। এভাবে তৃনমূল কংগ্রেস জেলায় তাদের সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে এবং আগামী দিনে জেলায় নয়টি আসনের মধ্যে বিজেপিকে শূন্য করার লক্ষ্য এগোচ্ছে তৃনমূল কংগ্রেস বলে রাজনৈতিক মহলের ধারনা।