দিনহাটা, ১৩ নভেম্বরঃ সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। এই আবহে সিতাই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই সেখানে উপনির্বাচন হচ্ছে। সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এখানে বিজেপির প্রার্থী হলেন দীপক কুমার রায়। বামেদের তরফ থেকে এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী করেছে অরুণ কুমার বর্মাকে।
এদিন সিতাই বিধানসভা উপনির্বাচনে সাতসকাল এই নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। তার সঙ্গে ছিলেন সাংসদ জগদীশ রায় বসুনিয়া সহ অন্যান্য নেতৃত্ব রা। তবে সকাল থেকেই করা নিরাপত্তার চাদরে মোড়া ছিল সিতাই বিধানসভা উপনির্বাচনের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র গুলি।
এদিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দানের পর তিনি বলেন,আজ সকাল সকাল বুথে এসে নিজের ভোট নিজেকে দিলাম। আমি সিতাই বাসীকে বলব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আপনারা আপনারা ভোট দিন। আপনারা আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন এই আশা রাখছি। ভোট হচ্ছে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী। কত মার্জিনে আমি জয়ী হবে সেটার অপেক্ষায় আমরা তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিতাই থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে ১০,১১২ ভোটে হারিয়ে দিয়েছিলেন। তিন বছর পরে লোকসভা ভোটে দাঁড়িয়ে সিতাই থেকে লিড ২.৫ গুণ করে নেন বাসুনিয়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিলেন বাসুনিয়া। লিড ছিল ২৮,৩৭৭ ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।