খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, মালদা: রান্নাঘরের উনুনের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামে। দমকলকে একাধিকবার ফোন করেও ঘটনাস্থলে আসেনি দমকল এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের ১২ টি পরিবারের ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। গ্রামবাসী দাবি করেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, অগ্নিকাণ্ডের ২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।