খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, কোচবিহার: কোচবিহার জেলায় মাত্র চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রয়োজনের তুলনায় তা যে অত্যন্ত নগণ্য, তা রাজনৈতিক দলগুলিকে ভাবিয়ে তুলেছে। কারণ এক কোম্পানিতে সাধারণত ৮০ থেকে ১০০ জন জওয়ান থাকেন । কাজেই ১৪ কোম্পানিতে খুব বেশি হলে ১৪০০ জওয়ান থাকবেন।
এমনিতেই কোচবিহার উত্তেজনা প্রবণ এলাকা। বিশেষ করে দিনহাটা ও শীতলকুচি। ভোট প্রচার পর্বে দিনহাটার জারিধরলা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে ইতিমধ্যেই একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। শীতলকুচিতেও আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাড়িঘর ভাঙচুর, বোমা উদ্ধারের ঘটনাও ঘটে চলেছে। এ ধরনের এক উত্তেজক পরিস্থিতিতে মাত্র ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটারদের কতটা ভরসা দিতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কেবল দিনহাটা মহকুমাতেই সবমিলিয়ে ৬০১ টি বুথ রয়েছে। প্রতি বুথে যদি দু’জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে তো এখানেই বারো’শর উপর জওয়ান দরকার হয়। বাকি থাকলো আরো চারটি মহকুমা। কাজেই আরো বাড়তি বাহিনীর দিকে তাকিয়ে জেলার ভোটাররা।