সিভিক অ্যাকশন অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করল বিএসএফ এর ১৪ নং ব্যাটেলিয়ান

28

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি: সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের যথেষ্ট ভূমিকা আছে। বিশেষ করে চোরাচালান ঠেকাতে এলাকার মানুষের তথ্য অনেক সময়‌ই কাজে লাগে। সেই তাঁদের আরও কাছে টানতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করল বিএসএফ এর ১৪ নং ব্যাটেলিয়ানের অন্তরগত ঘোনাপাড়া ৫পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে।

মূলত নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফের বড় ভূমিকা থাকে। অনেক সময়ই সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে বিএসএফের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কিছু ভুল বোঝাবুঝি ঘটে। সেই সমস্ত দূরত্ব মিটিয়ে এলাকার মানুষকে আরও কাছে টানতে বিশেষ উদ্যোগ সীমান্তবর্তী এলাকায়। এলাকার ক্রীড়াপ্রেমীদের হাতে খেলাধুলোর নানান সামগ্রী তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি,সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে সেলাই মেশিন সহ অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়।

জানা যায়, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ সেক্টর এর ডিআইজি গুরুযন্ত সিং ঢালিওয়াল, কৌশলেশ রাই কমান্ডডেন্ট ১৪ নং ব্যাটেলিয়ান, বিষ্ণুমানি ত্রিপাঠি সেকেন্ড ইন কমান্ড ১৪ নং ব্যাটেলিয়ান।