খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, ইসলামাবাদঃ পাকিস্তানে যাত্রীবোঝাই বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। দুর্ঘটনায় মহিলা-শিশু সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১৫ জন। রবিবার ভোরে ফয়সলাবাদে দুর্ঘটনাটি ঘটে।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বাসটি। পথে ডিজেল ড্রামবাহী এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। আর তারপরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে।
এলাকার বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনাগ্রস্ত বাসটির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করতে ভাঙা হয় বাসের জানলা। পরে খবর পেয়ে ঘটনাস্হলে যায় পুলিশ। আহতদের দ্রুত পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত গুরুতর বলে খবর।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানে দুর্ঘটনার সংখ্যা প্রচুর বেড়েছে। জুলাই মাসেও একটি বাস উলটে তিনজনের মৃত্যু হয়। আহত হন ২০ জন। তারও আগে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল।