খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, জয়পুর: সরকারি হাসপাতালে ছানি অপারেশন করিয়ে দৃষ্টিশক্তি খোয়ালেন অন্তত ১৮ জন। কাঠগড়ায় রাজস্থানের জয়পুরের সরকারি সওয়াই মানসিংহ হাসপাতাল। অভিযোগ, অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ছানি অপারেশনের পরেই।
রাজস্থান সরকারের চিরঞ্জিবী স্বাস্থ্য প্রকল্পে সরকারি হাসপাতালে রোগীদের চোখের ছানির অপারশন করানো হয়। সেই প্রকল্পে নাম লিখিয়ে ছানির অপারেশন করিয়েছিলেন বেশ কয়েক জন। রোগীদের দাবি অস্ত্রোপচারের পর থেকেই চোখে ব্যথা হচ্ছিল তাঁদের। এরপর তারা ফের ওই সরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের তরফ থেকে ফের তাদের চোখে অপারেশন করা হয়। তাতেই এক চোখের দৃষ্টিশক্তি হারান অন্তত ১৮ জন। রোগীদের একাংশের দাবি সরকারি হাসপাতালের গাফিলতির জেরে তাঁরা আর চোখে দেখতে পাচ্ছেন না।
যদিও গাফিলতির অভিযোগ মানতে চাননি চিকিৎসকরা। তাঁদের পাল্টা দাবি, কোনও ইনফেকশনের কারণে দৃষ্টিশক্তি চলে গিয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।