খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, শিলিগুড়ি: শিলিগুড়ির চম্পাসারী এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জয়গাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম রাকেশ তামাং ও কৈলাশ শা।
গত শনিবার শিলিগুড়ির চম্পাসারী এলাকা থেকে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পরদিনই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে বুধবার জয়গাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। দুজনের ভুটানে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হলে তাদের ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।