খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে করে স্পেকট্যাকল কোবরা তেল, হরিণের চামড়া ও হরিণের শিং বাজেয়াপ্ত করল র্যাপিড রেসপন্স ফোর্স দার্জিলিং ওয়াইল্ড লাইফের ১নং শাখা। গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতরা হল সিকান্দার কুমার (৩৬) এবং সঞ্জু বৈধ (৪৫)। সিকান্দারের বাড়ি উত্তরপ্রদেশের খলিলাবাদ এলাকায় এবং সঞ্জু বিহারের কাটিহারের বাসিন্দা। ওই দুই ব্যক্তির উপর অনেকদিন ধরেই নজর ছিল তাদের।
এদিন তেনজিং নোরগে বাসস্ট্যান্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুই অভিযুক্ত। ।সেই মুহূর্তেই র্যাপিড রেসপন্স ফোর্সের হতে ধরা পড়ে যায় তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ মিলি লিটার স্পেকট্যাকল কোবরা তেল, ৪ টুকরো হরিণের চামড়া,এবং তিন টুকরো হরিণের শিং। ধৃত দুজনকেই শিলিগুড়ির মহকুমা আদালতে পেশ করা হবে।র্যাপিড রেসপন্স ফোর্স এর রেঞ্জ অফিসার দীপক রসাইলি জানিয়েছেন,”শিলিগুড়িতে পাচারকারীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। তাদের আটকাতে প্রতিনিয়ত নজরদারি চলছে।”