খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, মালদা: আবারো বড়সড়ো সাফল্য পেল মালদা জেলার ভুতনি থানা। একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ভূতনি থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ভূতনি ব্রিজের কালিতলা মোড়ে হানা দেয়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে কাশিম শেখ ও আকমাল নামে দুই যুবককে আটক করে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি মানিকচকের রহিমপুর এলাকায়।
তাদেরকে তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিক্রির উদ্দেশ্য তারা দাঁড়িয়েছিল। পুলিশি হেপাজত চেয়ে আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।