বিজাপুরের পর এবার নারায়ণপুরে আইইডি বিস্ফোরণ, আহত ২ বিএসএফ জওয়ান

56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ে। শুক্রবার বিজাপুরের পর শনিবার নারায়ণপুরে আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এদিনের ঘটনায় বিএসএফের দুই জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এদিন সকালে গরপা গ্রামের কাছে বিএসএফের টহলদারির সময় ঘটনাটি ঘটে। আহতদের হাষপাতালে চিকিৎসা চলছে।

গতকালও গভীর রাতে কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। সে সময়ই ‘অসাবধানতাবশত’ আইইডি বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হন সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো।

গত ৬ জানুয়ারি বিজাপুর জেলারই অম্বেলি গ্রামের পাশে বেদ্রে-কুতরু রোডে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। ‘ডিসট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হয়েছিলেন।

তার পরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন-সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছিল।সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বার বার নকশালপন্থীদের পালটা মারে শাহের সেই দাবি প্রশ্নের মুখে।