খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, মুর্শিদাবাদঃ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে জখম হল দুই শিশু। মুর্শিদাবাদের সালারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সালার থানার কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামের বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামে দুই শিশু একটি কৌটো নিয়ে খেলছিল। আচমকা সেই কৌটো থেকে বিস্ফোরণ হলে জখম হয় দুই শিশু। তাদের উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে দু’জন। ঘটনস্হলে গিয়েছে পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, সকেট বোমা ফেটে এই অঘটন ঘটেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে বোমা মজুত রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েক দিন আগেও সালারে বিস্ফোরক উদ্ধার হয়। পাশাপাশি খেলনা ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বার বার শিশুরা বিপদের সম্মুখীন হচ্ছে। এর ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।