খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, নয়াদিল্লি: কেন্দ্রীয় আধাসেনা এবং ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই আবার অবুঝমাঢ়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ। বস্তার ডিভিশনের সেই বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এর জেরে কেউ নিহত না হলেও সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো গুরুতর জখম হয়েছেন বলেই খবর।
জানা গিয়েছে বুধবার গভীর রাতে কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা রাজ্য সশস্ত্র পুলিশবাহিনীর সঙ্গে বাসাগুড়া থানার গভীর জঙ্গলে অভিযানে গিয়েছিলেন। সে সময়ই ‘অসাবধানতাবশত’ আইইডি বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হয়েছেন সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডো। দ্রুত তাঁদের করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
গত ৬ জানুয়ারি বিজাপুর জেলারই অম্বেলি গ্রামের পাশে বেদ্রে-কুতরু রোডে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদী বাহিনী। ‘ডিসট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক ওই হামলায় নিহত হয়েছিলেন। তার পরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন-সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছিল।
কিন্তু তার মধ্যেই আবার মাওবাদী হামলার ঘটনা ঘটল।সম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দাবি করেছেন, মাওবাদী দমনে সাফল্য এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য হবে দেশ। যদিও বার বার নকশালপন্থীদের পালটা মারে শাহের সেই দাবি প্রশ্নের মুখে।