সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে বিপত্তি, মালবাজারে মৃত্যু দুই যুবকের

0
6

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, মালবাজারঃ সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল ২ যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজারের তেশিমালা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনীর গুয়াবাড়ি এলাকায়। মৃত দুই যুবকের নাম আমিনুল ইসলাম (২৪) এবং সাহিদ আহমেদ (২০)।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সম্পর্কে দুজনে খুড়তুতো ভাই। তেশিমলা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে নামেন তাঁরা। মাস খানেক আগে তাঁরা নবনির্মিত শৌচাগারের ট্যাঙ্কের ছাদ ঢালাই করেছিলেন।

এই ঢালাইয়ের কাজে লাগানো সাটারিং খুলতে গিয়ে দুজন যুবক আটকে পড়েন। ট্যাঙ্কের ভিতরে জমা জল ও বিষাক্ত গ্যাসের কবলে পড়ে দমবন্ধ হয়ে তাঁরা সেখানেই মারা যান।খবর পেয়ে মালবাজার দমকল কেন্দ্রের কর্মীরা সেখানে ছুটে আসেন। মাল থানার পুলিশকর্মীরাও ঘটনাস্থলে আসেন। পাম্পের সাহায্যে ট্যাঙ্কে জল বের করে দেহ দুটি উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।

রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করছে মালবাজার থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here