খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, ধূপগুড়িঃ ফের ভয়ানক পথ দুর্ঘটনা ধূপগুড়ির মাগুরমারিতে। প্রচন্ড গতিতে এসে নির্মীয়মাণ কালভার্টের ব্যারিকেট ভেঙে নিচে পড়ে গেল বাইক সহ দুই ব্যক্তি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুইজনেই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের জুম্মার পার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন সন্ধ্যার পরে ধূপগুড়িগামী একটি বাইক দুর্ঘটনার মুখে পড়ে। স্থানীয়রাই তাদের উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহত হয়েছেন দীপক সরকার (৩২) ও সুদাম সরকার (২৪) নামে দুই ব্যক্তি। তাদের বাড়ি গধেয়ারকুঠির পারকুমলাই এলাকায়। পরে অবস্হা গুরুতর হওয়ায় দীপককে জলপাইগুড়ি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় সেখানে। তবে আলোর অভাবে এবং রাস্তার কাজের সঠিক বন্দোবস্তের অভাবের ফলে এমন দুর্ঘটনা হয়েছে বলে অনুমান স্থানীয়দের। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধূপগুড়ি থানার পুলিশ।