খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, ধূপগুড়ি: মোষ চরাতে গিয়ে জলঢাকায় তলিয়ে গেলেন দুই ব্যক্তি। বুধবার সকালে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকার ঘটনা। নিখোঁজ দুই ব্যক্তির নাম মজিবুল হক ও তুলিন রায়। সকালে তলিয়ে যাওয়ার পর সারাদিন তল্লাশি চললেও তাঁদের খোঁজ মেলেনি। জানা গিয়েছে, এদিন তাঁরা জলঢাকা নদী পেরিয়ে ময়নাগুড়ি ব্লকের বক্সিরডাঙ্গা এলাকায় যাচ্ছিলেন মোষ চরাতে। মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎই তলিয়ে যান তাঁরা। খবর পেয়ে এলাকার লোকজন নদীর ধার বেয়ে খোঁজ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তাঁদের খোঁজ মেলেনি।
জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সুদীপ পাল জানান, উদ্ধার কাজে সিভিল ডিফেন্স নামানো হয়েছিল, আগামীকালও উদ্ধার কাজ চলবে।