খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, গোয়ালপোখর: আদালত থেকে দুই আসামিকে থানায় যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী। তার মাঝেই চম্পট দিল দুই আসামি। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়।
বুধবার ইসলামপুর মহকুমা আদালত থেকে ২ বিচারাধীন বন্দিকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই বন্দির মধ্যে একজন করণদিঘি হত্যাকাণ্ডে যুক্ত সাজ্জাদ আলম। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। প্রিজন ভ্যানে করে ওই ২ বিচারাধীন বন্দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা।
গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে বন্দিদের মধ্যে একজন শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে তারা। অভিযোগ, সেই সময় দুই বন্দি পুলিশকর্মীদের সার্ভিস রিভলবার ছিনিয়ে নেয়। পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুজনে। দুই পুলিশকর্মী রক্তাক্ত অবস্থায় পথেই লুটিয়ে পড়েন। সেই সুযোগে একটি বাইকে চড়ে চম্পট দেয় দুজনে।
গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই বন্দির খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। তাদের গতিবিধি সম্পর্কিত তথ্যের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খোদ পুলিশকে এভাবে আক্রান্ত হতে হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। ঘটনার রিপোর্ট চেয়েছে নবান্ন।