ইম্ফলের আকাশে ইউএফও! খুঁজে বার করতে জোড়া রাফাল পাঠাল বায়ুসেনা

0
51

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, ইম্ফলঃ রবিবার দুপুরে ইম্ফলের আকাশে হঠাৎই দেখা মেলে উড়ন্ত চাকি বা ইউএফও-র। জানা গেছে দুপুর আড়াইটা নাগাদ ইম্ফল বিমানবন্দরের উপরে ওই চাকতি উড়তে দেখা গিয়েছিল। যার ফলে কয়েকটি বাণিজ্যিক বিমানের উড়ান বাতিল করা হয়। কিছু ক্ষণ পর সেটি অদৃশ্যও হয়ে যায়। ইতিমধ্যেই সেই অজ্ঞাতপরিচয় উড়ন্ত চাকতি খুঁজে বার করতে বায়ুসেনার তরফে দু’টি রাফাল বিমান পাঠানো হয়েছে। সবমিলিয়ে তোলপাড় ইম্ফল বিমানবন্দর।

রবিবার দুপুরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারই আকাশে অজ্ঞাত ওই উড়ন্ত বস্তু দেখতে পান। ইম্ফলের বীর তিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ঠিক উপরে সেটি উড়ে বেড়াচ্ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। তড়িঘড়ি মণিপুর নিয়ন্ত্রিত আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ইম্ফল বিমানবন্দরে বিমানের উড়ান এবং অবতরণ, দুই-ই বন্ধ রাখা হয়।

আটকে পড়েন বিমানবন্দরে প্রায় ১০০০ জন যাত্রী।  প্রাথমিকভাবে ওই উড়ন্ত বস্তুটিকে ড্রোন বলে মনে করা হয়েছিল। কিন্তু ড্রোন সাধারণত অত উঁচুতে উড়তে পারে না বলে প্রশ্ন ওঠে। এরপর থেকেই সেই বস্তুটিকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে। ‘ইউএফও’-টিকে ‘ভিন্‌গ্রহীদের যান’ বলেও মনে করেছেন কেউ কেউ।

প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ‘ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও সম্পর্কে তথ্য পাওয়ার পরে পরেই, কাছের একটি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধবিমানকে অনুসন্ধান অভিযানের জন্য পাঠানো হয়। উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি। প্রথম বিমানটি ফিরে আসার পর, ইউএফও খুঁজে বার করতে আরও একটি রাফাল যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সেই যানটিকে খুঁজে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here