খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, গুজরাট: পরীক্ষায় পাশ করার খুশিতে ক্যানেলে স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে মৃত্যু হল দুজনের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের খেড়ায়। সদ্য দশম শ্রেণির ফলাফল ঘোষণা হয়েছে। পরীক্ষায় পাশের আনন্দে মোহিত কুমার তার দুই বন্ধু জয়সওয়াল প্রাঞ্জল ও শচীন জাসংকে নিয়ে ক্যানেলে স্নান করতে যায়। জলের তোড়ে ভেসে যায় মোহিত ও জয়সওয়াল। কিন্তু শচীন জলে না নামায় বেঁচে যায়। কয়েক মিনিটের মধ্যে দুই বন্ধুকে ভেসে যেতে দেখে সে। স্থানীয়দের খবর দিতেই, তাঁরা ছুটে আসেন।
টানা ৫ ঘণ্টা খোঁজাখুঁজির পর মোহিত ও তার বন্ধুর নিথর দেহ উদ্ধার করা হয় ক্যানেল থেকে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া দুই পড়ুয়ার পরিবারে।