খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ নভেম্বর, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার সকালে অনন্তনাগের হল্কান গলি এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। ওই অভিযানেই দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর। এখনও লুকিয়ে থাকা জেহাদিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
শুক্রবার দুই পরিযায়ী শ্রমিককে গুলি করে মারে জেহাদিরা। তার পরই যৌথ জঙ্গিদমন অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে গোয়েন্দা সূত্রে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। তাতেই মিলল সাফল্য। অনন্তনাগের হলকন গলি এলাকায় জওয়ানদের গুলিতে নিকেশ হয় ২ জেহাদি।
প্রায় দশ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা। কিন্তু ভোটের পরেও শান্তি ফেরেনি উপত্যকায়। এর আগে কাশ্মীরের আখনুরে সেনার অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়েছিল তিন জন জঙ্গি। গত সোমবার সকাল ৭টা নাগাদ সেনার একটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সে আচমকা গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা।
বাহিনীর গাড়িতে হামলার পর নিকটবর্তী জঙ্গলে প্রবেশ করেছিল জঙ্গিরা। সেই জঙ্গলের ভিতরে এবং আশপাশের এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। সোমবারই বাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। মঙ্গলবার সকালের মধ্যে বাকি দুই জঙ্গিরও মৃত্যু হয়। আখনুরে ওই হামলার নেপথ্যে ছিল জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী।