জাতীয় সড়কে মুখোমুখি ২ ট্রাক, প্রাণ গেল এক জনের

43

আলিপুরদুয়ার, ২২ জুলাই: আলিপুরদুয়ার জেলার পোরো এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। ৩১ নম্বর জাতীয় সড়কে গৌহাটিগামী চাল বোঝাই একটি লরি এবং বিপরীত দিক থেকে আসা একটি ভুটান নম্বরের ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে,সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গৌহাটিগামী ট্রাকের চালক ট্রাক থেকে ছিটকে পড়ে যান এবং সেই সময় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছু সময় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী কারণে এমন সংঘর্ষ ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ওই এলাকায় জাতীয় সড়কের পাশ দিয়ে ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করা প্রয়োজন।