খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, মালদাঃ বর্বরতায় মণিপুরকেও টেক্কা দিচ্ছে মালদা। পুলিশ ফাঁড়ির পাশেই সিভিক ভলান্টিয়ারদের সামনেই দুজন মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল।
প্রকাশ্যে, দিনে দুপুরে, হাটের মাঝখানে দুই মহিলাকে পকেটমার সন্দেহে আটক করে পেটাতে থাকেন জনতা। সেখানে অসংখ্য মানুষের ভিড় তো ছিলই, ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। মালদার বামনগোলা থানার পাকুয়াহাটের ঘটনা।
মঙ্গলবার করে সেখানে বড় হাট বসে। আর সেই হাটের মধ্যেই চোর সন্দেহে দুই মহিলার উপর অকথ্য অত্যাচার করা হয়। কিছু সিভিক ভলান্টিয়ার প্রথমে বাধা দিলেও পরে তাঁরা সরে যায়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এলো না কেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কারণ দীর্ঘ সময় ধরে চলে এই তান্ডব, বর্বরতা। জানা যাচ্ছে, দুই মহিলা মানিকচকের বাসিন্দা। ভিডিওটি এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবরিয়া ২৪।