স্নান করতে নেমে নিমতলা ঘাটে তলিয়ে গেল ২ যুবক, চলছে তল্লাশি

24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, কলকাতাঃ বন্ধুদের সঙ্গে নিমতলা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ দুই ছাত্রের নাম কৃষ সোনি ও বান্টি সিং।

জানা গিয়েছে, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে নিমতলা ঘাটে আসেন ওই দুই যুবক। সেখানে দীর্ঘক্ষণ কাটান তাঁরা। রাতে স্নান করতে নামেন কৃষ ও বান্টি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা উঠে না আসায় তাদের বাড়িতে খবর দেয় বন্ধুরা। খবর দেওয়া হয় থানাতেও।

সোমবার ভোরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্হলে পৌঁছে দফায় দফায় তল্লাশি চালায়। কিন্তু খোঁজ মেলেনি তাদের। এদিকে দিনভর টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়েছে উদ্ধারকারী দলও। হঠাৎ করে বান আসায় তারা তলিয়ে গিয়েছে বলে অনুমান। ২ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরি।