খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, ওডিশা: ওডিশায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন আরও ২০ জন। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটে ওডিশার ভুবনেশ্বরের গঞ্জাম জেলায়।
জানা গিয়েছে, গঞ্জাম জেলায় দিগাপাহান্ডি থানা এলাকার খেমুন্ডি কলেজের কাছে বিয়েবাড়ির অতিথিদের নিয়ে একটি বাস রায়গড় থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিকের। স্থানীয় পুলিশ এবং দমকল কর্মীদের তৎপরতায় বেরহামপুরের এমকেজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
ইতিমধ্যেই এই দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ওডিশা সরকার। আহতদের মাথাপিছু ৩০ হাজার টাকা এবং নিহতদের পরিবার পিছু দেওয়া হবে ৩ লাখ টাকা। গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ঘটনার তদন্ত করছে পুলিশ।