খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোডের একটি টায়ারের শোরুমে চুরির ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ধৃতরা হল ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব পোদ্দার, ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগরের বাসিন্দা দেবা সাহা ও ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিক্রম পাসওয়ান ওরফে বিল্লু। ধৃতদের মধ্যে বিক্রম পাসওয়ানই মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে।
চলতি মাসের ২৬ তারিখ শিলিগুড়ির সেভক রোডের একটি শোরুম থেকে বেশকিছু টায়ার চুরি হয়। বিক্রম পাসওয়ানই টায়ার চুরি করে তারপর দেবা সাহা ও রাজীব পোদ্দারকে বিক্রি করেছিল।
বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের ভক্তিনগর থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানা পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি চুরি যাওয়া টায়ার। ধৃতদের শুক্রবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।