খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, ভুবনেশ্বর: ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই তিনজনকে আগেই আটক করে জেরা করা হচ্ছিল। শুক্রবার সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে সহযোগিতা না করা এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ২০১ ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। এই ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারের বেশি। সাম্প্রতিককালের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআইকে দায়িত্ব দিয়েছে রেলমন্ত্রক। সেই তদন্তে নেমেই রেল এদিন এই প্রথম কাউকে গ্রেপ্তার করল।