নদিয়ায় গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার সহ তিনজনের

0
11

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট, নদিয়াঃ গভীর রাতে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ার সহ মোট তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার ভুবলিয়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, চার বন্ধু মিলে একটি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে একটি দশ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়িটির। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরও তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন সৌগত কানু, দেবাশিস বিশ্বাস, নয়ন সরকার। সৌগত মাস্টারপাড়া রোড স্টেশনে শিমুলতলার বাসিন্দা। শিমুলতলা উপেন্দ্র নগরের বাসিন্দা দেবাশিস। শিমুলতলা অরবিন্দ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা নয়ন সরকার পেশায় সিভিক ভলান্টিয়ার।

এই ঘটনায় খড়্গপুরের বাসিন্দা বিজয় কেশব নামে আরও একজন জখম হয়েছেন। তাঁর অবস্হা আশঙ্কাজনক বলেই খবর হাসপাতাল সূত্রে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here