উলুবেড়িয়ায় ট্রেলার ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অগাস্ট, কলকাতাঃ ভয়াবহ পথ দুর্ঘটনায় সোমবার স‌‌ন্ধেয় মৃত্যু হল তিনজনের। উলুবেড়িয়ায় কুলগাছিয়া উড়ালপুলের উপর দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে আছেন গাড়ির চালকসহ দুই মহিলা আরোহী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের দিকে যাচ্ছিল ট্রেলারটি। উল্টো লেনে ছিল চারচাকা গাড়িটি। কুলগাছিয়া উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি হঠাৎই ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়। সেই সময় ওই লেনে কোলাঘাটের দিক থেকে আসছিল ওই চারচাকা গাড়িটি। ট্রেলারের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

ঘটনাস্থলেই প্রাণ যায় চালক-সহ দুই যাত্রীর। অন্যজনের অবস্থা সঙ্কটজনক। গাড়ির মধ্যেই আটকে থাকে চালকের দেহ। ঘটনার পর স্থানীয়রা এসে প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। আসে স্থানীয় থানার পুলিশ। গাড়ির পেছনের সিটের আরোহীদের বের করা গেলেও সামনের সিটে চালকের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

শেষপর্যন্ত গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় আহত একজনের চিকিৎসা চলছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here