শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বহুমূল্যবান ৩টি রেঞ্জার সাইকেল উদ্ধার করলো শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ৪ জন। জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়িতে একটি সাইকেল চুরির অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে বিবেকানন্দ পল্লী খালপাড়ায় অভিযান চালিয়ে মহম্মদ রাজাকে (৩০) গ্রেফতার করে একটি সাইকেল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষ কুমার শা (৪৪), অশোক রায় (৩০) এবং মহম্মদ আরিফ হাসান (৫১) এর নাম জানতে পারে পুলিশ। তদন্তে নেমে এই তিনজনকেও গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আরও দুটি সাইকেল উদ্ধার হয়। সোমবার ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। ওই গোটা ঘটনার তদন্তে পুলিশ।