কাশ্মীরের ত্রালে খতম ৩ জঙ্গি,রাজনাথের সফরের দিনই পুলওয়ামায় চলছে এনকাউন্টার

55

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ মেঃ ফের পুলিশ ও জঙ্গিদের সংঘর্ষ৷ গুলির লড়াই যেন জম্মু ও কাশ্মীরে নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তল্লাশি চালানোর মাঝেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের৷ এখনও পর্যন্ত তিনজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

সূত্রের খবর,মৃত তিন জঙ্গি হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই আবহে অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় শুরু হয় এনকাউন্টার। এদিকে আজই কাশ্মীরে পা রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেদিনই সেনা এবং নিরাপত্তারক্ষী বাহিনীগুলি বড় সাফল্য পেল ত্রালে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিণত হয়। এদিকে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স-এ পোস্ট করে লিখেছে,’১৫ মে ২০২৫-এ,এজেন্সির নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর সেক্টর সিআরপিএফ অবন্তীপোরার নাদের,ত্রালে একটি কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সতর্ক সেনারা সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর সেখানে সন্ত্রাসীরা ভারী গুলি বর্ষণ শুরু করে এবং এনকাউন্টার শুরু হয়। জানা যাচ্ছে, যে তিন জঙ্গি খতম হয়েছে তাদের মধ্যে একজন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল।

সেনা সূত্রে খবর,খতম হওয়া তিন জঙ্গিদের নাম আসিফ শেখ (২৮)। সে স্নাতক পাশ। অপর একজন হল আমির নাজির ওয়ানি (২০)। সে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আর একজন হল ইয়ার ভাট (২৬)। নবম শ্রেণি অবধি পড়াশোনা তার। এই সপ্তাহের শুরুতে সোপিয়ানের কেল্লার এলাকায় নিরাপত্তা বাহিনী লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে গুলি করে হত্যা করার পরপরই এই এনকাউন্টার শুরু হয়।