খবরিয়া২৪ নিউজডেস্ক, ১১ ফেব্রুয়ারিঃ চুরির ঘটনা যেন বেড়েই চলেছে রাজ্য জুড়ে। আবার চুরির ধরনও পালটাচ্ছে দিনের পর দিন। এমনই এক অন্য ধরনের চুরির ঘটনা ঘটলো মালদায়। ভিক্ষা করার নাম করে বাড়িতে ঢুকে এক গৃহস্থ বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
রবিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ঘটনাটি ঘটে, মালদার ইংলিশ বাজারের কোতুয়ালি এলাকায়। জানা যায় এদিন ভিক্ষার নাম করে দুই থেকে তিনজন মহিলা সংশ্লিষ্ট এলাকার এক গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা এক মহিলাকে অজ্ঞান করে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।