খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, শিলিগুড়ি: চা বাগানে পাতা তোলার সময় বাজ পড়ে আহত ৩ চা শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরা থানার অন্তর্গত মুনি চা বাগানের ডাঙ্গী সেকশনে। চা পাতা তোলার সময় আচমকা বাজ পড়লে আহত হয় তিনজন চা শ্রমিক। তাদের মধ্যে দুইজন নাবালিকাও রয়েছে।
আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। আহতদের নাম সসিকলা টোপ্পো (১৫), মঞ্জিতা হনুমান (১৭) এবং আশ্রিতা কেরকেট্টা (২৬)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগান কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাপতি রমা রেশমি এক্কা। তিনি বাগান কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেন। চিকিৎসার সুব্যবস্থার পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঘটনার পর বন্ধ হয়ে যায় পাতা তোলার কাজ।