মহিলাদের কথা বলে পুরুষ ফুটবল টুর্নামেন্ট, তাও আবার ৩০ টাকা টিকিট, যা নিয়ে ধুন্ধুমার সিতাইয়ে

77

সিতাই, ১ অক্টোবরঃ ত্রিশ টাকা টিকিট কেটে মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে এসে জানতে পারে পুরুষ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। যা ঘিরে মাঠ চত্বরে ধুন্ধুমার ও উত্তেজনা। ঘটনাটি ঘটেছে সিতাইয়ের বিজলী চটকা এলাকার। পরে খেলা দেখতে আসা দর্শনার্থীরা মাঠের চারিদিকে টিনের বেড়া ভেঙে ফেলে বলে জানা গিয়েছে।

জানা যায়, গত কয়েকদিন আগে বিজলী চটকা গাছবাড়ি মাঠে মহিলা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই খেলা স্থগিত করা হয়। আজ সেই খেলা হওয়ার কথা ছিল। সেই মোতাবেক খেলা প্রেমীরা মহিলা ফুটবল টুর্নামেন্ট ভেবে সকলেই আসেন এসে জানতে পারেন পুরুষ খেলা তাও আবার ৩০টাকা টিকিটের বিনিময়ে। যা নিয়ে কমিটির লোকজনের মধ্যে শুরু হয় বচসা। তারপর শুরু হয় চিৎকার চেঁচামেচি। পরে দর্শনার্থীরা মাঠের চারিদিকে টিনের বেড়া ভেঙে ফেলে বলে জানা গিয়েছে।