১০নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ করতে গিয়ে গৃহহীন ৩১ পরিবার,তাদের হাতে পাট্টা দিলেন শিলিগুড়ি পুর নিগম

25

শিলিগুড়ি,২৮ নভেম্বরঃ ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ চলছে। জানা গিয়েছে,গত ২৯ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মতো সম্প্রতি একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

তাতে বলা হয়েছে,সেবক থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১০ কিলোমিটার রাস্তা এবার থেকে দেখভাল করবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই সম্প্রসারনের ফলে শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ও ৪৫ নম্বর ওয়ার্ডের ৩১টি পরিবার সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্থ হয়। ৩১টি পরিবারের সম্পূর্ন জমি জাতীয় সড়কের মধ্যে চলে যায়। ফলে ৩১টি পরিবার গৃহহীন অবস্থার মধ্যে রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩১টি পরিবারের হাতে ফর্ম তুলে দিল শিলিগুড়ি পুর নিগম। ৩১টি পরিবারের হাতে পাট্টার জমি তুলে দেওয়া হবে বলে জানান মেয়র গৌতম দেব। পুর নিগমের এই উদ্যোগে খুশি ৩১টি পরিবারের সদস্যরা। তারা জানান ফর্ম ফিলাপের পর তারা জমি পেলে মাথা গোজার ঠাই হবে।