খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অগাস্ট, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার নজর কোচবিহারে। প্রাথমিক টেট মামলায় কোচবিহারের ৩১ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। তাঁদের ১০ ও ১১ অগাস্ট নথি সহ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ওই শিক্ষকদের ২০১৪ সালের টেটের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, চাকরির নিয়োগপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেতে চাইছে সিবিআই। এই নথি জমা দেওয়ার পর শিক্ষকদের বয়ান রেকর্ড করাও হবে বলেও সিবিআই সূত্রে খবর মিলেছে।
তাঁদের সকলের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে বলে খবর। এ প্রসঙ্গে কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কানাইলাল দে জানিয়েছেন,”৩১ জন প্রাথমিক শিক্ষকের নামের তালিকা পাঠানো হয়েছিল। ১০ ও ১১ আগস্ট তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। আমরা সেই নোটিস সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠিয়ে দিয়েছি।” তবে সেই প্রাথমিক শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা হয়নি।
জানা গিয়েছে, ২০১৬ সালের পর নিয়োগ পেয়েছিলেন প্রাথমিক শিক্ষকরা। কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল অর্থের বিনিময়ে রাজ্যের কোথায়-কোথায় চাকরি চুরি হয়েছে তা খুঁজে বের করতে হবে। অগস্টের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই কারণে গোটা রাজ্যের প্রতিটি জায়গাতেই এই ধরনের শিক্ষকদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, এর আগে সোমবার মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেন বাঁকুড়ার সাতজন প্রাথমিক শিক্ষক। যদিও নথি দেখে তাঁদের ছেড়ে দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।