খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, বনগাঁঃ কাজের সন্ধানে ভারতে এসে ধর্ষণের শিকার হল বাংলাদেশি নাবালিকা৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। গণধর্ষণের অভিযোগে দালাল-সহ চার যুবককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ৷
শনিবার সকালে ওই নাবালিকা থানায় অভিযোগ দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল সনোজ বৈরাগী, প্রমথ মণ্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস। সূত্রের খবর, দিনকয়েক আগে দালালের সাহায্যে কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিল ওই কিশোরী।
কাজের খোঁজেই এদিকে চলে এসেছিল সে। কিন্তু কাজ তো হয়ইনি, উল্টে সেই দালালের লালসার শিকার হতে হল তাকে। অভিযোগ, ১৮ আগস্ট অভিযুক্ত দালাল-সহ মোট চারজন মদ্যপ অসহায় নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা।
নিগৃহীতার চিৎকার শুনে গ্রামবাসীরা এসে অভিযুক্ত চার যুবকের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। ধৃতদের জেরা করে রাতেই তল্লাশি চালিয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ওই চার অভিযুক্ত যুবককে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।