খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, রায়পুরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়ার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে।শুক্রবার রায়পুরের সায়েন্স কলেজের মাঠে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই সভায় যোগ দিতে একটি বাসে করে অম্বিকাপুর থেকে রায়পুরে যাচ্ছিলেন ৪৭ জন বিজেপি কর্মী। কোরবা জেলা পেরিয়ে বিলাসপুর জেলার বেলতারায় ঢুকতেই রাস্তার পাশ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম অবস্থায় ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিংহ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রবল বৃষ্টির কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক নজরে আসেনি চালকের। তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসের সামনের অংশ দুমড়ে ভিতরের দিকে ঢুকে যায়। স্থানীয়রাই বাসের যাত্রীদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশেও। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বাঘেল জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশিকাও দেওয়া হয়েছে।