খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, রাঁচিঃ শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডে। নিয়ন্ত্রণ হারিয়ে বরাকর নদীতে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩ জন। আহতদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক।
জানা গিয়েছে, বাসটি রাঁচি থেকে গিরিডির উদ্দেশ্যে যাচ্ছিল। ওই বাসে ৩০ জন যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ি গ্রামের একটি ব্রিজ ভেঙে বরাকর নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় কয়েকজন ডুবে গিয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয়রাই গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল কর্মীরা উদ্ধারকাজে হাত লাগান।
মৃতরা সকলেই গিরিডির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত মোট ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ১১ জনকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ জন ভর্তি স্থানীয় একটি নার্সিং হোমে। পুলিশের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মৃতদের ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।