বান্ধবগড়ের জঙ্গল থেকে উদ্ধার চার হাতির দেহ, বিষক্রিয়া বলে অনুমান বন দপ্তরের

34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর, নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বান্ধবগড় জঙ্গলে মিলল ৪ হাতির মৃতদেহ। আশঙ্কাজনক অবস্থায় আরও ৫টি হাতিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে হাতিগুলিকে দেখতে পান বনকর্মীরা। অনুমান করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাতিগুলির মৃত্যু হয়ে থাকতে পারে।

বন দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেলে তাঁরা বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কোর খিতাউলি এলাকায় দু’টি হাতির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তখনই সন্দেহ হয় তাঁদের। এর পর আশপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি হাতিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। একই জায়গা থেকে উদ্ধার হয় আরও দু’টি হাতির মৃতদেহ। বন দফতর সূত্রে খবর, ওই ন’টি হাতি একই পালের। ওই পালে সব মিলিয়ে ১৩টি হাতি ছিল। এখনও পর্যন্ত বাকি হাতিগুলির খোঁজ পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বনদপ্তরের আধিকারিক বিজয় এন আম্বাদে বলেন, “প্রাথমিকভাবে আমাদের অনুমান খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে এই ৪টি হাতির। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। জঙ্গলে আর কোনও হাতির মৃত্যু হয়েছে কিনা জানতে তল্লাশি শুরু হয়েছে।”