খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, দিনহাটা: বোমা ফেটে জখম হলেন দুই শিশু সহ চারজন। মঙ্গলবার কোচবিহারের দিনহাটা থানার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের মালিরহাটের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ মালিরহাটে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। সাত্তার মিয়া নামে ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ। ঘটনায় জখম হন সাত্তার এবং মুজফ্ফর মিয়া নামে দুই প্রৌঢ়। জখম হয় দুই শিশুও।
খবর পেয়ে টহলরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ আরও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাত্তারের বাড়িতে বোমা কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে।