খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ অগাস্ট, ঢাকাঃ ঢাকার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে আদি ঢাকার বুড়িগঙ্গা নদীর অপর তীরে কেরানিগঞ্জে একটি রাসায়নিকে কারখানার গুদামে আগুন লাগে। তাতে দুই শিশু-সহ এখনও পর্যন্ত চারজনের ঝলসে মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ঘুমিয়ে ছিলেন জেসমিন আখতার, তাঁর ১৬ বছরের কন্যা ঈশা, বাইশ বছরের মিনা ও তাঁর ২ বছরের শিশুসন্তান তাইয়েবা। আগুনে পুড়ে এদের সকলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কেরানিগঞ্জ মডেল থানার অধীনস্থ কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকার ওই গ্লাস অ্যান্ড পলিমার কারখানাটির মালিক হাজি আবুল হাসনাত। তারই গুদামেই অগ্নিকাণ্ড হয়। এলাকাবাসীরা প্রথমে আগুন দেখতে পান।
সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন। তারা ভোর ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বোঝা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কেরানিগঞ্জ থানার পুলিশ।