টাকার বিনিময়ে চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যেতে হল ৪ ‘অযোগ্য’ শিক্ষককে

0
68

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার গ্রেপ্তার হলেন টাকার বিনিময়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

বস্তুত, নিয়োগ দুর্নীতিতে এর আগে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একাধিক ‘প্রভাবশালী’। এই প্রথম বার টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে শিক্ষকদের গ্রেপ্তারির নির্দেশ দিল আদালত। মাস খানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ওই চার শিক্ষককে সমন পাঠিয়েছিল আলিপুর নগর দায়রা আদালত। সিবিআইয়ের চার্জশিটে ওই চার জনের নাম সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল।

ধৃতরা হলেন টাইগার হোসেন, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। চার জনই মুর্শিদাবাদের বাসিন্দা। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ তাঁরা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই চার শিক্ষককে সাক্ষী হিসেবে পেশ করতে চেয়েছিল আদালতে।

কিন্তু আদালতের বক্তব্য অযোগ্য জেনেও টাকা দিয়ে চাকরি করেছেন এই শিক্ষকরা। তারাও সমানভাবে দোষী। এ ঘটনার পর আদালত মারফত সিআরপিসি, ৩১৯ ধারায় তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। সোমবার আগাম জামিনের আর্জি জানিয়ে ওই চার জন আদালতে হাজির হন।

তাঁদের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। তিনি বলেন, ‘‘কেন এঁদের জামিন দেওয়া হবে? এঁদের জন্য এত কিছু।’’ বিচারক ওই প্রাথমিক শিক্ষকদের প্রশ্ন ছুড়ে বলেন, ‘‘আপনাদেরই বলতে হবে যে কেন আপনাদের জামিন দেওয়া হবে।’’

বিচারক এ-ও বলেন, ‘‘আপনাদের কাছে কেউ নিশ্চয়ই টাকা চাইতে যায়নি। আপনারা টাকা নিয়ে গিয়েছেন।’’ এরপর এই চার ‘অযোগ্য’ শিক্ষককে গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত জেল হেপাজতে থাকতে হবে তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here