নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলকার, ঠাকুরপুকুরে আহত ৪ পড়ুয়া

10

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট, কলকাতাঃ সাতসকালে শহরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পুলকার। দুর্ঘটনায় জখম হয়েছে ৪ পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ। জানা গিয়েছে, পড়ুয়াদের নিয়ে পুলকারটি জোকা থেকে তারাতলার দিকে যাচ্ছিল।

ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত পুলকারে থাকা পড়ুয়াদের উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। পরে ক্রেন দিয়ে পুলকারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানাচ্ছেন, ওই রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। তাতেই রাস্তায় পড়েছিল পাথর। তাতেই ধাক্কা দিয়ে উল্টে যায় গাড়িটি। পুলকারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ অগস্ট এই বেহালা চৌরাস্তার কাছে বড়িশা হাইস্কুলের সামনে একটি পণ্যবাহী ট্রাক পিষে দিয়ে যায় সৌরনীল নামে এক স্কুল পড়ুয়াকে। বাবার সঙ্গে রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনার কবলে পড়ে শিশুটি। সেই রেশ কাটতে না কাটতেই ফের এদিনের দুর্ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা।